সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় র্যাবের নাম ভাঙ্গিয়ে মোঃ শফি নামে এক ব্যক্তি চাঁদা আদায় করছে মর্মে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম চাঁদা আদায়কারী মূলহোতা মোঃ শফি এবং তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে। নজরধারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় চাঁদাবাজ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন এ-ব্লক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় টেম্পু ও সিএনজি অটোরিক্সা চালকদের গাড়ি দাড় করিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ২০ এপ্রিল সন্ধ্যায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ শফি (৫৮), মোঃ আবুল কালাম আজাদ (৫৪), ৩। মোঃ রাশেদ ৪। মোঃ শাকিল (২৮) দের আটক করে ,পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের নিজ হাতে বের করে দেয়া বিভিন্ন গাড়ী হতে আদায়কৃত চাঁদার নগদ ৪৪,৪৫০/- টাকা উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।