চট্টগ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরধরে ভবন ভাংচুর ও হামলার অভিযোগ

মোঃ রবিউল ইসলাম (চট্টগ্রাম প্রতিনিধি)

পূর্বশত্রুতার জেরধরে সৎ ভাইয়ের নেতৃত্বে ভবন ভাংচুর ও হামলা অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন নাসিরাবাদ রুবিগেইট হিলভিউ হাউজিং সোসাইটি এলাকায় আবুতাহের চৌধুরী বাড়ীতে। এই ব্যাপারে ভক্তভোগী বিবি ফাতেমাতুজ জোহেরা জানান,জমিসংক্রান্ত বিরোধের জেরধরে সৎ ভাই এমরানুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ভবন ভাংচুর ও হামলা করা হয়।বিবি ফাতেমাতুজ জোহেরা আরো বলেন,হামলার সময় আমি ভবনের বাহিরে ছিলাম আমাকে আমার মা ফোন দিয়ে জানায় যে ,আমার সৎ ভাই এমরানুল ইসলাম চৌধুরী,পারবিন আক্তার,বিবি আক্তারের নেতৃত্বে নাম না জানা সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী দেশিও অস্ত্র দা, চুরি ,দিয়ে আমার ভবনে হামলা করে। হামলায় ভবনের নিচ তলার জানালার গ্লাস ও বাসার ভেতরে আসবাবপত্র,বাতরুমের কমোড,ডেসিন টেবিল সহ বিভিন্ন ব্যবহারের জিনিসপত্র ভাংচুর করে এবং সেই সাথে আমার বসবাসরত তৃতীয় তলায় ইট পাটকেল ছুড়ে মারে।

আমার মা ও আমার ছোট ছোট সন্তানদের হুমকি দেয় তারা। আমার বাবার সম্পত্তির জন্য মামলা বাদী হওয়ার কারণে দীর্ঘ দিন যাবত আমার সৎ ভাই সাইফুল ইসলাম এর ইন্দনে এই সব হামলা হচ্ছে বলে জানান তিনি,এ সময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার সহ তার নিজের ও পরিবারের নিরাপত্তা চান প্রসাশনের কাছে।

এদিকে ভক্তভোগীর মা রোকেয়া বেগম জানান,অতর্কিত ভাবে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী ভবনে হামলা ও ভাংচুর করে আমাদের দিকে এলপাত্তরি ইট পাটকেল নিক্ষেপ করে।আমাকে অক্ষত ভাষায় গালাগালি সহ মেরে ফেলার হুমকি দেয়। জিবনের নিরাপত্তা চেয়ে ভক্তভোগীর মা রোকেয়া বেগম বাদী হয়ে এমরানুল ইসলাম চৌধুরী,পারবিন আক্তার,বিবি আক্তারের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরী করেন জিডি নং: ১৬৯৭।

সাধারণ ডায়েরী বিষয়ে কথা হয় বায়েজিদ বোস্তামী থানার এ এস আই,কলিম উদ্দিন সাথে তিনি বলেন,দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ এটি, তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেওয়ার হবে।এ সময় হামলার বিষয়ে কথা হয় অভিযুক্ত এমরানুল ইসলাম সাথে তিনি বলেন,অভিযোগ অসত্য ও বিত্তিহীন,তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে,আমি হামলা ও ভাঙচুরে সাথে জড়িত না।উল্টো আমার ঘর ভাঙচুর করা হয়েছে,ভবনটি নিয়ে আদালতে মামলা চলমান আছে জানান তিনি।

Comments (0)
Add Comment