চট্টগ্রামে জামায়াত-শিবিরের কার্যালয় থেকে ৪ কর্মী অাটক

রুমেন চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় নগর জামায়াত-শিবিরের কার্যালয় আজিজুর রহমান একাডেমি থেকে ওই দলের ৪জন কর্মীকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। সোমবার বিকেল ৩টার সময় এ ৪জন কর্মীদের অাটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ অাভিযানে ছাত্রশিবিরের কিছু ইসলামিক বইও জব্দ করা হয়।

নগরীর চকবাজার থানার ওসি আজিজ আহমেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে ওই নগর কার্যালয়ে শিবিরের নেতাকর্মীরা গোপন মিটিং করছে। এ সংবাদ পেয়ে পুলিশ ফোর্স সেখানে যায় এবং তল্লাশি চালিয়ে কার্যালয় থেকে কিশোরকণ্ঠ, শিবিরের ছাত্রবার্তাসহ বিভিন্ন বই জব্দ করাসহ ৪জন জামায়াত-শিবির কর্মীকে অাটক করা হয়। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।

অাটককৃতরা শিবির কর্মীরা হল- মো. হেলাল উদ্দিন (২৪), আবদুল্লাহ আল মুন্না (২৩), মিজানুর রহমান (২০) ও মো. রাকিব (১৯)। হেলাল সাতকানিয়া উপজেলার পূর্ব ছদহা এলাকার মৃত শামসু মিয়ার ছেলে, আবদুল্লাহ বান্দরবান সদর এলাকার মো. আবদুল শুক্কুরের ছেলে, মিজান চকরিয়ার পালাঘাটা এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে এবং রাকিব কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দরহার মুরা এলাকার নুরুল আমিনের ছেলে ভরে জানা গেছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment