চট্টগ্রামে ট্রলি গাড়ির ধাক্কায় বন্দরের শ্রমিকের মৃত্যু

রুমেন চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে ট্রলি গাড়ির ধাক্কায় বন্দরের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪ টার সময় এ দুর্ঘটনা ঘটেছে। বন্দর সূত্রে জানা গেছে, পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সময় ট্রলি গাড়ির ধাক্কায় এক লাইন্সেস শ্রমিক গুরুতর অাহত হলে তাকে চমেক হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। নিহত ওই শ্রমিকের নাম মোঃ আবুল বাশার (৩৯)। তিনি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার চরফকিরা গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের নিয়মিত কাজ করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ি আবুল বাশারকে ধাক্কার সাথে চাপা দিয়ে দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখার পর তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, বৃহস্পতিবার গুরুতর অাহত অবস্থায় তাদের চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের ৩ জনের অবস্থাই অাঙ্ককাজনক বলে জানান তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments (0)
Add Comment