চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে তিন হাজার পিস ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় কর্ণফুলী থানাধীন শাহ্ আমানত সেতু টোল প্লাজার উত্তর পার্শ্বে অনুমান ২৫ গজ দূরে রাস্তার উপর হতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার এ.বি.এম. ফয়জুল ইসলাম এর নেতৃত্বে এসআই সঞ্জয় গুহ, এএসআই নেছার আহাম্মদ ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানার মৃত আহম্মদ হোসেনের ছেলে মোঃ নূরুল হক(৪০) ও রামু উপজেলার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে কামাল হোসেন(২৮)’কে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এময় তাদের তাদের ব্যবহৃত একটি পিকআপ গাড়ী জব্দ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর