রুমেন চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও মদসহ ৯০জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ অভিযানে ২৩৭০ পিস ইয়াবা, ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান জানান, নিয়মিত অভিযানে গ্রেপ্তার হওয়া ৯০ জনের মধ্যে নিয়মিত মামলার ২১ জন এবং ৬৯ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি অাছে। এছাড়া এ অভিযানে লোহাগাড়া থেকে ২৩৭০ পিস ইয়াবা ও ৭০ লিটার মদ জব্দ করা হয়েছে।