চট্টগ্রাম নগরীর টাইগারপাসে নালা থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

‎এম আর মিলন (ব্যুরো প্রধান) :

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় নালা থেকে মো. মামুন (৩৭) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নগরের খুলশী থানার টাইগারপাস মোড়ের নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।

‎স্থানীয় ব্যবসায়ীরা বলেন, মৃতদেহটি নালার মধ্যে পড়ে থাকতে দেখে আমরা পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।

‎মামুন নগরের আমবাগানে একটি কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন।

‎খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘মামুনের স্ত্রীর সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি, তিনি সকাল ৮টার দিকে আমবাগানের বাসা থেকে বের হয়েছিলেন। মামুন পেশায় একজন রিকশাচালক। তবে তিনি আজ এক জায়গায় বৈদ্যুতিক কাজে যাওয়ার জন্য বের হয়েছিলেন। সঙ্গে একটি ব্যাগও নিয়েছিলেন। কিন্তু কীভাবে নালায় তাঁর লাশ পাওয়া গেল, তা জানতে পুলিশ তদন্ত করছে।

Comments (0)
Add Comment