রুমেন চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর রেলগেইট এলাকায় অগ্নিকাণ্ডে এক অটোরিকশার গ্যারেজ অগ্নিকান্ডে ভূষ্মিভুত হয়েছে। বুধবার রাত ২টার সময় এ অগ্নিকাণ্ডের সূচনার ঘটনা ঘটেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক এম এ মালেক জানিয়েছেন, নগরীর মুরাদপুর রেলগেইট এলাকায় জানু মিস্ত্রির মালিকানাধীন অটোরিকশার গ্যারেজে গভীর রাতে অাগুন লাগে। অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে হয়েছে বলে জানান তিনি ।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও বায়েজিদ ইউনিটের মোট ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ আগুনে ওই মালিকের প্রায় প্রায় ৬০ হাজার টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে গ্যারেজ মালিক ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়।
বাংলাদেশেরপত্র/এডি/আর