চট্টগ্রাম নিউজ পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

এম আর মিলন(ব্যুরো প্রধান চট্টগ্রাম):

বর্তমান সময়ে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের দায় দায়িত্ব অনেক বেশি, সাংবাদিকদের লিখনির মাধ্যমে জাতি নতুন বাংলাদেশ গড়তে ভুমিকা রাখবে বলে উল্লেখ করেন চট্টগ্রাম নিউজের পরিচালনা সম্পাদক আলহাজ্ব আবু তাহের।

শনিবার বাদ আছর নগরীর আগ্রাবাদ হোটেল সেন্টমার্টিনে লুসাই হলে আয়োজিত চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়ার পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নিউজের পরিচালনা সম্পাদক আলহাজ্ব আবু তাহের। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিনহাজ রায়হান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ।এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, অর্থ সম্পাদক সোহেল সরোয়ার, কার্যকরী সদস্য আহসান হাবিবুল আলম।

অতিথিরা বলেন,গনমাধ্যমে সংকট কাটাতে সবাই যাতে ঐক্যবদ্ধ থেকে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নিউজ ডট কমে কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা ।অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Comments (0)
Add Comment