চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম প্রেস ক্লাবে বুধবার আজ বেলা ১২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম সাংবাদিক ও সুশীল সমাজের সঙ্গে সরাসরি সংলাপে অংশগ্রহণ করেন। সভায় একুশে পদক প্রাপ্ত এম এ মালেক, দৈনিক আজাদী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ ও কার্যকরী সদস্য সালেহ নোমান সহ অনেকেই ।
সভায় কমিশনার হাসিব আজিজ বলেন, জনগণের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি অপরাধ দমন, যানজট নিরসন এবং নাগরিক সেবার মান উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন।
সভায় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশনস্) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।