চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও ছাত্র-শিবির নেতা গ্রেফতার

ব্যুরো অফিস, চট্টগ্রাম:
০৭/০৩/২০১৫ খ্রিঃ দিবাগত রাত্রে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব এসএম তানভীর আরাফাত পিপিএম, এর নেতৃত্বে এসআই/আফতাব হোসেন, এসআই/শিবেন বিশ্বাস, এসআই/আব্দুল গোফরান, এসআই/সঞ্জয় গুহ’দের সমন্বয়ে গঠিত একটি টিম সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আহসান উল্ল্যাহ (৬৩), পিতা-মৃত সুজা মিয়া, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-উত্তর আলীপুর, রিয়াজ উদ্দিন ভূঁইয়া বাড়ী, থানা-দাগনভূঁইয়া, জেলা-ফেনী, বর্তমানে-পশ্চিম বাকলিয়া রসূলবাগ আবাসিক এলাকা, ব্লক-সি, প্রফেসর সাহেবের চারতলা বাড়ী, থানা-বাকলিয়া, চট্টগ্রাম’কে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে এবং হালিশহর থানা ছাত্র-শিবির (স্কুল শাখার সম্পাদক) শফিকুল মাওলা শোভন (২৪), পিতা-মো. মাকসুদুল মাওলা, মাতা-মোসাৎ আয়েশা আক্তার, সাং-হালিশহর আাবাসিক এলাকা, ব্লক-এ, বাসা নং-১৩, রোড নং-০১, থানা-হালিশহর, চট্টগ্রাম’কে নিজ বাসা হতে গ্রেফতার করেন। গ্রেফতাকৃত শফিকুল মাওলা চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এর বিবিএ শেষ বর্ষের ছাত্র, তার বিরুদ্ধে হালিশহর থানায় ০২টি নাশকতার মামলা রয়েছে। অধ্যাপক আহসান উল্ল্যাহ বাকলিয়া থানার নাশকতা মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি। আসামিদের নিকট হতে ০২টি মোবাইল সেট, ০১টি ট্যাব, জামায়াত ও ছাত্র-শিবির সংশ্লিষ্ট ম্যাগাজিন, লিফলেট, প্রচার পত্র, ছাত্র-শিবির ভর্তিফরমসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। আসামিদের’কে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments (0)
Add Comment