রাজু আহম্মেদ, চট্রগ্রাম : পুলিশের চলমান অভিযানের ধারাবাহিকতায় বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গত সোমবার বিকাল ৫ টার সময় বাকলিয়া থানার এসআই আঃ করিম নতুন ব্রীজ হতে আসামী আফজাল’কে ২০০০ পিস ইয়াবাসহ ও দুপুর সাড়ে ১ টার সময় আসামী রেজাউল’কে ১৬৭০ পিস ইয়াবাসহ এবং রাত সাড়ে ৭ টার সময় বায়েজিদ বোস্তামী থানার এএসআই সত্যজিত দত্ত আমিন কলোনী হতে আসামী ফারুক’কে ১০ লিটার চোলাই মদসহ, রাত ১১ টার সময় চান্দগাঁও থানার এসআই মোঃ মনিরুল হাবির সিগন্যাল হতে আসামী করিম’কে ৪০০ পিস ইয়াবাসহ, সোয়া ৭ টার সময় পাহাড়তলী থানার এসআই আনোয়ার হোসেন ভেলুয়ার দিঘির পাড় হতে আসামী নুর উদ্দিন’কে ১০০ লিটার চোলাই মদসহ, সাড়ে ৮ টার সময় আকবরশাহ্ থানার এসআই মাজেদুল হক বিশ্ব কলোনী হতে আসামী মোস্তফা’কে ৫০ পিস ইয়াবাসহ এবং সাড়ে ৯ টার সময় আকবরশাহ্ থানার এসআই আনোয়ার হোসেন সিটি গেইট হতে আসামী ফখরুল’কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।