এম.আর.মিলন (ব্যুরো প্রধান চট্টগ্রাম)
গতকাল নগরীর হোটেল আগ্রাবাদে ফিতা কেটে নতুন এই বাস সার্ভিসের উদ্বোধন করেন সিটি মেয়র মো. রেজাউল করিম। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে নগরীর কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, জিইসি, ইপিজেড ও কাটগড় মোড় পর্যন্ত চলাচল করবে এই বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মাসুদ আহাম্মদ, বিআরটিএ চট্টগ্রামের পরিচালক মো. মাসুদ আলম এবং নিটল মটরস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তানবীর শহীদ।
আবৃত্তিশিল্পী জেবুন নাহার শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী পৌর প্রশাসক ও শান্তি এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান মনজুর আলম চৌধুরী।