চট্টগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন বাতিল

হলফনামায় নাগরিকত্ব গোপন

চট্টগ্রাম ব্যুরো:

হলফনামায় আমেরিকান নাগরিকত্বের তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আমজাদ হোসাইনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেন। অভিযোগকারী মো. রুবেলের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

আইনজীবী ওমর ফারুক জানান, আমজাদ হোসাইন একজন আমেরিকান নাগরিক এবং তার কাছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট রয়েছে। তবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অনলাইনে মনোনয়নপত্র পূরণ ও হলফনামা দাখিলের সময় তিনি আমেরিকান গ্রিন কার্ড ও নাগরিকত্ব গ্রহণের তথ্য গোপন করেন। পরবর্তীতে বিষয়টি সামনে এলে তিনি নিজেই তা স্বীকার করেন।

তিনি আরও জানান, বাংলাদেশ সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিক হন, তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হন। এই বিধান থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে আমজাদ হোসাইন ‘হাতপাখা’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।

রিটার্নিং অফিসার দাখিলকৃত কাগজপত্র ও অভিযোগ পর্যালোচনা করে তথ্য গোপনের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেন।
এ ঘটনায় চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের নির্বাচনী অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। প্রার্থিতা বাতিলের ফলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Comments (0)
Add Comment