চন্দনাইশ উপজেলা এলডিপি  সভাপতি মোতাহের মিয়া চেয়ারম্যান এর জন্মদিন পালন করা হয়েছে

মোহাম্মদ ওয়াসিম উদ্দীন (চট্টগ্রাম):

মঙ্গলবার রাতে তার নিজ বাসভবনে  কেক কেটে ৭০তম জন্মদিন পালন করেন বরকল ইউনিয়নের গণতান্ত্রিক যুবদল ও গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল।

‎এসময় উপস্থিত ছিলেন,  বরকল ইউনিয়ন এলডিপি সভাপতি সাঈদ বিন খাইর। বরকল ইউনিয়ন এলডিপির সাধারণ  সম্পাদক সাহেব মিয়া মেম্বার,নুরুল আলম সাংগঠনিক বরকল ইউনিয়ন এলডিপি, সুজন বডুয়া সাংস্কৃতিক সম্পাদক বরকল ইউনিয়ন এলডিপি,মো: বেলাল উদ্দীন সভাপতি বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল,নুর মোহাম্মদ সিনিয়র সহ-সভাপতি বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল, মো নাজিম উদ্দীন সহ-সভাপতি বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল, মোরশেদুল আলম সহ সাংগঠনিক বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল,মোহাম্মদ আরিফ সভাপতি বরকল ইউনিয়ন ৫ নং ওয়ার্ড,

মোহাম্মদ নয়ন সাংগঠনিক বরকল ইউনিয়ন ৫ নং ওয়ার্ড,শাহজাহান হামিদ সভাপতি বরকল ইউনিয়ন গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল,সহ সভাপতি গিয়াসউদ্দিন বরকল ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল,সাধারণ সম্পাদক  মিজানুর রহমান বরকল ইউনিয়ন গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল।যুবদল নেতা হারুন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাং জাহেদ মনজুর বেলাল দিদার জাসেদ সিপাত প্রমুখ।

এলডিপি নেতা মোতাহের মিয়া চেয়ারম্যান  বলেন, আমি জাতীয় নেতা আলহাজ্ব ডঃ কর্নেল অলি আহমদ  এর আদর্শের একনিষ্ঠ সৈনিক। দীর্ঘদিনের রাজনৈতিকও বরকল ইউনিয়ন বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান হিসেবে আমি পদক পেয়েছি।  জীবনে কখনো কোন অনৈতিক কার্যকলাপের সাথে জড়াইনি। আমার রাজনৈতিক জীবনে জাতীয় নেতা ডঃ কর্নেল অলি  আহাম্মদ বীর বিক্রম আদর্শের সৈনিক হিসেবেই আছি। ভবিষ্যৎ রাজনৈতিক আদর্শ নিয়ে যেন চলতে পারি সকলের নিকট সে দোয়া চাই। আমার জন্মদিন পালন করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

Comments (0)
Add Comment