চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে ৫৬ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মধ্যে শালিপুর সার্ভিসঘাটের (টলার ঘাট) নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী উক্ত ইউনিয়নের মৃতঃ আব্দুল বারী খানের পুত্র ফেরদৌস খান(৩৫)। পুলিশ সূত্র জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে এস.আই সাইদুর ইসলাম, এ.এস.আই নেছারউদ্দিন এ.এস.আই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫৬পিছ ইয়াবাসহ মধ্যে শালিপুর সার্ভিসঘাটের (টলার ঘাট) নামক স্থান থেকে তাকে এসময় হাতেনাতে আটক করা হয়।