চরভদ্রাসনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসনে “ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫মার্চ বুধবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৭ ইং পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক র‌্যালি বের করা হয়।
উক্ত র‌্যালিটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে এসে “বিশ্ব ভোক্তা অধিকার দিবসের” ওপর এক আলোচনা সভার আয়োজন করেন। উক্ত আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সগীর হোসেনের সভাপত্তিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) পারভেজ চৌধুরী, উপজেলা ভাইস্ চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, মহিলা ভাইস্ চেয়ারম্যান তানজিলা আক্তার ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
এছাড়াও সভায় উক্ত দিবসটির তাৎপর্য ও বিভিন্ন দিক নির্দেশনা মুলক ভাব মুর্তি তুলে ধরে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম ও সমাজসেবা অফিসার মোঃ ওমর ফারুকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ।

 

Comments (0)
Add Comment