নবী আলম, চারঘাট প্রতিনিধি, রাজশাহী
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা মুখী কর্মকান্ড হাতে নিয়েছে চারঘাট উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ ১৪ দলের সহযোগী সংগঠন গুলো ।
একই সাথে উৎসবের আমেজ বিরাজ করছে সাধারণ জনগণের মাঝে।
আল্প কিছুদিন বাকিতে সম্ভাব্য ২৭শে ডিসেম্বর সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের প্রতিচ্ছবি তুলে ধরতে দিনের ৩য় অংশ সময় ব্যয় করছে উচু থেকে শুরু করে তৃণমৃল পরযায়ের নেতাকর্মীরা।
তবে এই প্রচারণায় উল্লেখ যোগ্য বিষয়, সময়সীমা ও ধরণ কী?
জানতে চেয়েছিলাম চারঘাট উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মোঃআল-মামুন তুষার এর কাছে, জানান লিপলেট, জনসভা, আলোচনা সভা, উঠান বৈঠক সহ একাধিক প্রন্থায়। এই প্রচারণা অব্যাহত রয়েছে এবং নির্বাচন পযর্ন্ত সক্রিয় থাকবে।
অপর দিকে চারঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহানুল হক রানা বলেন, মিটিং, মিছিল সহ মৌখিক ভাবেও জনমত সৃষ্টিতে নিরলস কাজ করে যাচ্ছে তারদল।
এই প্রচারণায় বিবেচিত বিষয় জানতে চাইলে রানা বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন আধুনিক চারঘাট-বাঘার রুপকার শাহারিয়ার আলমের শিক্ষ্যা, বাসস্থান ও বিদ্যুৎ খাতে সাফল্যের বিষয় গুলোকে বিশেষ গুরুত্ব সহকারে মনে করিয়ে দেওয়া হচ্ছে।
তবে, সাধারণ জনগণ খেটে-খাওয়া, দিনমুজুর দের চাওয়াটা কী?
উন্নয়ন- অগ্রযাত্রা, সচেতনতা, মহানভবতা, দেশপ্রেমী ব্যক্তিকে বিজয়ী করতে চান তারা,
এরই মধ্যে সিংহভাগ মানুষের চাওয়া শাহারিয়ার আলম এবং উন্নয়নের বিকল্প নৌকা।