ওয়াশিংটনের বিরোধিতা সত্ত্বেও এর সঙ্গে যুক্ত হতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি, ইতালি, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া। চীনের প্রেসিডেন্ট বলেন, ‘এশিয়ার অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে বেড়েছে। প্রয়োজন উচ্চ মান, তবে কম খরচে।’
রয়টার্স জানিয়েছে, এআইআইবি প্রথম পাঁচ-ছয় বছরে বার্ষিক এক হাজার কোটি থেকে এক হাজার ৫০০ কোটি ডলার ঋণ দেবে। আজ থেকে এর কার্যক্রম শুরু হলো।