ইয়াচেং শহরের বাড়িঘর সব ধ্বংস হয়েছে বলে জানা গেছে। চীনের অনেক এলাকায় চলতি সপ্তাহে প্রবল বর্ষণ হয়েছে। মধ্যচীনে বন্যায় ২২ জন মারা গেছে এবং ২ লক্ষ মানুষ স্থানচ্যুত হয়েছে। এই বন্যায় কমপক্ষে ২.৭ বিলিয়ন ইউয়ান (৪১০ মিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে। চীনের উপ প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং বলেছেন, এল নিনোর প্রভাবে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিবিসি।