গতকাল শনিবার সকাল ১১ টার দিকে কালিশিরী বিদ্যালয়ে ২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে সিলেট বিভাগের মাঝে সবচেয়ে ব্যয়বহুল মনিটর স্কীন দিয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুম ও শিশু শ্রেণীর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। প্রধান শিক্ষক মতিউর রহমান ও সহকারী শিক্ষক সুমন কান্তি দেবরায়ের সঞ্চালনায় এস.এম.সি সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত পাঠ করে খলিলুর রহমান ও গীতা পাঠ করে সুকণ্যা দেবরায়। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ ও মানপত্র পাঠ করে মেহজাবিন দৃষ্টি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড: আকবর হোসেন জিতু, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, আমুরোড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন, রাণীগঞ্জ বিদ্যালয়ের প্রধা: শিক্ষক আব্দুস সামাদ, উপজেলা সহ: শিক্ষা অফিসার কুশল আহমেদ রণি, সহ: অফিসার আ: রউফ মিয়া, জেলা শ্রেষ্ঠ শিক্ষক জালাল উদ্দিন, প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, প্রধান শিক্ষ আ: রহিম চৌধুরী, প্রধান শিক্ষক দ্বিজেন্দ্র শর্মা, ওয়াহিদুল ইসলাম অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকাবৃন্দ আব্দুল মালেক, ছালেহ আহমদ আখঞ্জী, জিতু মিয়া খন্দকার, কামাল আহমেদ, আলী হায়দার, রিতা হোম চৌধুরী ও শামছুন্নাহার প্রমূখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ আজ ডিজিটাল তাই তোমরা ডিজিটাল ক্লাস রুম সুবিধা ভোগ করছো। তিনি আরও বলেন আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দেব’।
নারী শিক্ষা খুবই জরুরী একটি বিষয়। মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। উল্লেখ্য যে, এলাকাবাসীর দাবী আমু চা-বাগান থেকে আমতলী পর্যন্ত রাস্তা পাকা করনের দাবী জানালে তিনি সভাস্থলেই দাবী মেনে নেন ও অচিরেই রাস্তা পাকা করণ কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।