ডা . মো: আফজাল মাহফুজউল্লাহ
এফসিপিএস, ফেলো ভিট্রিও রেটিনা।
চোখের স্বাভাবিক দৃষ্টি প্রক্রিয়ায় লেন্স এক সচ্ছ কাচ সদৃশ আলোর গতি নির্ধারক হিসেবে কাজ করে। যা স্বাভাবিক ভাবে ক্যামেরার লেন্স এর ন্যায় ফোকাস করে কাছের ও দুরের বস্তুু স্পষ্ট ভাবে দৃষ্টি গোচর এ সহায়তা করে। সাধরনত বয়স জনিত কারনে এই স্বচ্ছ লেন্স ঘোলা হয়ে যায়। যার ফলে, আলো আর চোখের ভেতর প্রবেশ করতে পারে না। ফলশ্রুতিতে স্বাভাবিক দৃষ্টি ঘোলা হয়ে যায়।
আর এক্ষেত্রে,বয়স জনিত ঘোলা বা অস্বচ্ছ লেন্স সরিয়ে একই জায়গায় একটি কৃত্রিম ইন্ট্রাঅকুলার লেন্স বসিয়ে দেয়া হয়।যা দিয়ে আবার পুনরায় চোখের স্বচ্ছ দৃষ্টি ফিরে পাওয়া যায়। মূলত এটি ছানি অপারেশন ও লেন্স সংযোজন হিসেবে পরিচিত।