আলামিন রাব্বি, খুলনা একুশে বই মেলা থেকে ফিরে: খুলনার বিভাগীয় গণগ্রন্থাগার প্রঙ্গনে চলছে একুশে বই মেলা। অমর একুশে বই মেলার ১২তম দিন শুক্র বার (১২ফেব্রুয়ারি) ছুটির দিন থাকার কারনে মেলায় বই প্রেমী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এবার বই মেলায় পাওয়া যাচ্ছে গল্প, উপন্যাস, কবিতার নতুন নতুন বই। এর মধ্যে স্টল ঘুরে দেখা যাচ্ছে ন্থানীয় লেখকদের নতুন নতুন বই। দর্শকদৃষ্টি আকর্ষনের জন্য লেখকদের ছবি ও বইয়ের নাম যুক্ত ছবি দিয়ে মেলা প্রঙ্গন সাজানো হয়েছে। কেউ কেউ বিভিন্ন স্টল ঘুরে বই নেরে চেরে দেখছে ও কিনছে পছন্দের বই। প্রতি বছর গ্রন্থপ্রেমীদের জন্য বই মেলায় বিভিন্ন আয়োজন থাকে। এ বছরও তার ব্যাতিক্রম ঘটেনি। নবীন থেকে সুপরিচিত হওয়ার মাধ্যম এই বই মেলা। খ্যাতিমান সব লেখকদের হাতেখড়ি এই বই মেলা। কিন্তু কালের বির্বতনে লেখকরা আজ লেখার আগ্রহ হারিয়ে ফেলছে। এ ব্যাপারে কথা হয় মেলার দর্শনার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিউলি আক্তার দিয়া ও শিমলার সাথে তারা বলেন, প্রযুক্তির কারনে লেখকরা লেখার আগ্রাহ হারাচ্ছে, এখন ইন্টারনেটে ও ফেসবুকে সবাই বই পড়ছে মেলায় কস্ট করে বই কিনতে আসছে না। মুসলিম লাইব্রেরীর বিক্রয় প্রতিনিধি মোঃ তামিম বলেন, আস্তে আস্তে মেলায় দর্শকদের ভির হচ্ছে,তিনি আশা করেন ছুটির দিন গুলোতে বিক্রি ভাল হবে।