ইমরান হোসেন বগুড়া : মা শব্দটি মধুর,মা সবার সুখের ঠিকানা। প্রতিবন্ধী ছেলের কাঁধে বৈশাখী মেলায় শত বছরের কফিরুন। বৈশাখ কে বরন করে নেওয়ার আনন্দে যখন ভাসছে সারাদেশ ঠিক সেই দিনটিতেই মেলার হাজারো মানুষের ভীড়ে দেখা হল কফিরুন বেওয়া সাথে। মায়ের জন্য ছেলে মুন্টুর বুক ভরা ভালবাসার এক বাস্তব ছবি। কফিরুনের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার কুন্ডু গ্রাম ইউনিয়নের তিতলা নামকগ্রামে মৃত জহির পরামানিকের স্ত্রী। এখোন তার শেষ ভরসা ছেলে মুন্টু কিন্তুু সেও একজন প্রতিবন্ধী মুন্টু জানান আমার মায়ের বয়স শত বছর পেরিয়ে গেছে আমি আমার মাকে অনেক ভালবাসি মা কে আমার সঙ্গে রাখি মা আমার সব। আমার কাঁধেই এভাবে মা সকাল থেকে সন্ধা পযুন্ত আমায় আকড়ে ধরে থাকেন আমি আগে না খেলে মা খায়না। এই সমাজ বা রাষ্ট্রের কাছ থেকে কফিরুনের মত হাজার মানুষ এভাবেই দিন পার করছেন।এ গুড়া জেলার কাহালু উপজেলার বৈশাখী মেলা থেকে।