বাংলাদেশেরপত্র ডেস্ক:
আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, জনগণ চাইলে হরতাল বন্ধে আইন করা হবে। তিনি বলেন, সহিংসতা বন্ধে দেশে বিদ্যমান সন্ত্রাস দমন আইন প্রয়োগ করা হবে। আর জনগণ যদি সত্যিই হরতাল বন্ধ করতে চায় তাহলে আইনের বিষয়ে ভাবা হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় আইনের চোখে পালাতক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে বলেও জানিয়েছেন সরকারের আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিএনপির রাজনৈতিক কর্মকান্ডে বাধা দেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা কোনো রাজনৈতিক কর্মকান্ডে বাধা দিচ্ছি না। আমরা শুধু সন্ত্রাসীদের কর্মকান্ড দমনের ব্যবস্থা গ্রহণ করছি। আর জনগণের জান-মাল রক্ষায় যা করা দরকার সরকার তাই করবে। বিএনপির সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, আমরা কোনো সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় বসবো না। তবে তারা দেশের উন্নয়নের স্বার্থে কোনো পরামর্শ দিতে চাইলে ১০০ বার আলোচনা হতে পারে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, নীতিমালা নয় মার্চ এপ্রিল মাসের দিকে এই বিষয়ে আইন তৈরি করা হবে। সংগঠন হিসেবে জামায়াতের বিচারে চলতি মাসের শেষ দিকে আইন পাশ করার জন্য মন্ত্রী সভায় উঠবে। বঙ্গবন্ধুর খুনিদের বিষয়ে তিনি বলেন, পলাতক খুনি নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী যে সকল দেশে অবস্থান করছেন সেখান থেকে যাতে কোথাও পালাতে না পারে সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।