জমি সংক্রান্ত বিরোধ, ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

clash picঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জনকে আটক করেছে। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মহারাজপুর গ্রামের মোস্তফা ও আইসাল গ্র“পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুর ১টার দিকে উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১৫ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হযরত আলী, হারুন ও নজরুলসহ ৫জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত হান্নান ও আশরাফুল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments (0)
Add Comment