জলঢাকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে সাংবাদিক সম্মেলন

শরিফুল ইসলাম প্রিন্স, জলঢাকা: নীলফামারীর জলঢাকায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের ১২ জন ইউপি সদস্য। উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবুর বিরুদ্ধে এসব অভিযোগ করেন কৈমারী ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্যসহ নারী সদস্যরা। শনিবার সকালে কৈমারী ইউনিয়নের রথেরবাজার ইউপি সদস্য আহসানুল হক মানিকের শিক্ষা প্রতিষ্ঠানে সাংবাদিক সম্মেলন করে চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাঠ করেন ইউপি সদস্য রশিদুল ইসলাম রুবেল। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য তবিবর রহমান, জামেদুল ইসলাম, ডালিম চন্দ্র রায়, আহসানুল হক মানিক, মতিয়ার রহমান, রশিদুল ইসলাম রুবেল, ঝড়িয়া চন্দ্র রায়, তমিজ উদ্দিন, আব্দুর রাজ্জাক, সংরক্ষিত আসনের মোতাহারা বেগম, মারুফা আক্তার, তামান্না আক্তার কণা। ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে সদস্যরা বলেন, একক প্রভাব বিস্তার করে আমাদের কোন প্রকার মূল্যায়ন না করে ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থসহ রাজস্ব তহবিলের সকল অর্থই আত্মাসাৎ করেন তিনি। তারা আরও বলেন, আমাদের সাথে কোন প্রকার রেজুলেশন না করে সরকারী বরাদ্দের কাবিটার অর্থ ইউনিয়ন পরিষদের নিজস্ব আয়ের উৎসের টাকা একের পর এক উত্তোলন করে সচিবসহ ভাগ বাটোয়ারা করে নেন । নারী সদস্যা তামান্না আক্তার কনা বলেন, বিন্দুমাত্র নারীদের চেয়ারম্যান সম্মান করেন না। বরং আমাদের সাথে হর-হামেশা দুর্ব্যবহার করেন। কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, ইউপি সদস্যদের একটি লিখিত অভিযোগ আমি দেখেছি। স্থানীয়ভাবে সমস্যা নিরসনের জন্য কয়েকদফা বসেছিলাম। আশা করি আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করা যাবে।

Comments (0)
Add Comment