জলঢাকায় শ্রমিক ঐক্য পরিষদ ও বঙ্গবন্ধু প্রজন্মলীগের কর্মী সমাবেশ

শরিফুল ইসলাম প্রিন্স, জলঢাকা: নীলফামারীর জলঢাকায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ যৌথ ভাবে এ সমাবেশের আয়োজন করে। গতকাল সোমবার রাতে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের ভ‚মি অফিস মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মীরগঞ্জ ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি শফিউল আলম সবুজ। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে গুরুত্বপ‚র্ণ বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি পরেস চন্দ্র কাচু, সাধারণ সম্পাদক জোনাব আলী, মুক্তিযোদ্ধা হামিদুল এসচান চানু, মশিউর রহমান হিট্টু, আব্দুল আল মামুন সবুজ, রশিদুল ইসলাম, দুলাল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।

Comments (0)
Add Comment