জলঢাকায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকয় ১শত ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়। সোমবার বিকালে ৪ টায় উপজেলা হলরুমে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে এসব ল্যাপটপ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। উপজেলার সরকারি প্রধমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম গঠনের লক্ষ্যে এই ল্যাপটপ প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়। এর আগে উপজেলা প্রথামিক শিক্ষা অফিসের আয়োজনে ইউএনও উত্তম কুমার রায়ের সভাপতিত্ব ল্যাপটপ ব্যাবহারের উপর গুরুত্ব আরোপ করে আলোচনায় অংশ নেন, জেলা প্রথমিক শিক্ষা অফিসার ওসমান গনি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জহির ইমাম, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, সহকারী শিক্ষা কর্মকর্ত মোশফেকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী শিক্ষা কর্মকর্তা, ওসমান গনি ও সার্বিক তত্ত¡াবধায়ন করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজল কুমার রায়।

Comments (0)
Add Comment