জাতিসংঘের এই প্রস্তাবের প্রেক্ষিতে সিরিয়ান সরকার জানায়, এটি সরাসরি সিরিয়ার সার্বভৌমত্বে আঘাত। দেশটির পররাষ্ট্র বিষয় মন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম রবিবার জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান।
এর আগে শনিবার সরকার অধিকৃত সিরিয়া অঞ্চলের একটি স্কুলে বিদ্রোহীরা আক্রমণ চালিয়ে ৮ শিশুকে হত্যা করে। অন্যদিকে সিরিয়া সরকারের চালানো ব্যারেল বোমা হামলায় বিদ্রোহী অধিকৃত অঞ্চলে একটি পরিবারের ছয়জন মারা যায়।
স্থানীয় মিডিয়া জানায়, ব্যারেল বোমায় ক্লোরিন গ্যাস থাকার কারণে পরিবারটির মৃত্যু হয়। বিবিসি।