জাতীয় ক্রিকেটার রুবেল জামিনে মুক্ত-খেলবে বিশ্বকাপে

জামিনে মুক্তি পেলেন বাংলাদেশের বিশ্বকাপ পেসার রুবেল হোসেন। রবিবার দায়রা জজ আদালত তার আবেদনের প্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন। রুবেল জামিন পাওয়ায় ক্রিকেট বোর্ড পেয়েছে স্বস্তি। এখন বিশ্বকাপে খেলতে বাধা থাকলো না রুবেলের। জামিনে মুক্ত রুবেল, খেলতে পারবেন বিশ্বকাপে শনিবার ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছিলেন, জামিন পেলে রুবেলের বিশ্বকাপ খেলায়
কোনো বাধা থাকবে না। আর জামিনের পর ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও স্বস্তি প্রকাশ করেছেন। বলেছেন, “রুবেল অভিজ্ঞ বোলার। সে মুক্তি পাওয়ায় আমরা খুশি হয়েছি। গত ৫/৬ বছর ধরে সে আমাদের দেশের জন্য ভালো পারফর্ম করে যাচ্ছে। আশা করি এবার আরও ভালো পারফর্ম করবে সে।” রুবেল মুক্ত হবার পর প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, “অনেক ভেবেচিন্তে আমরা একজন বোলারকে দলে নিয়ে থাকি। রুবেলের মুক্তি পাওয়াটা আমাদের সবার জন্য স্বস্তিকর ব্যাপার। ও নতুন বল ছাড়াও পুরনো বলে ভালো বল করে।” প্রসঙ্গত, অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় কারাগারে যেতে হয়েছিল রুবেলকে। গত বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন রুবেল। আদালত তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে রাজধানীর মিরপুর থানায় গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হ্যাপি। এ মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে চার সপ্তাহের আগাম জামিন নেন রুবেল। আইন অনুসারে বিচারিক আদালত থেকে জামিন নিতেই বৃহস্পতিবার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেছিলেন রুবেল। এবার দায়রা জজ থেকে পেলেন জামিন।

Comments (0)
Add Comment