জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফাইল ছবি

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সন্তানদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা৷

এ সময় মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।

৪৬ বছর আগে এ দিনে বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। আজকের দিনটি সম্পূর্ণ আলাদা। মৃত্যুপণ লড়াই ও রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের

সর্বশ্রেষ্ঠ অর্জন-স্বাধীনতা। সেই স্বাধীনতা অর্জনের প্রায় অর্ধশতাব্দী (৪৬ বছর) পর জাতি আজ উগ্র জঙ্গিবাদের মুখোমুখি। তাই এবার সমগ্র জাতি জঙ্গিবাদের মূলোৎপাটন করে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দিবসটি উদযাপন করবে।

Comments (0)
Add Comment