জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের সিমানা মেলান্দহ থানার ইমামপুর গ্রামে একটি বালুর ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকার ৯ টার দিকে ট্রাক ভর্তি বালুনিয়ে মেলান্দহ যাবার পথে ইমামপুর গ্রামের ডিপটি সরকারের বাড়ির সামনে ট্রাক উল্টে গেলে বালুর চাপায় পড়ে মো. তুলার ছেলে ট্রাক চালক রুমানের মৃত্যু হয়। এ ব্যপারে নোয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যার মশিউর রহমান বাদলের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।