লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জার্নালিস্ট এ্যাসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত কাল বুধবার লালমনিরহাট প্রেস ক্লাব সম্মেলন কক্ষে উক্ত কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশনের সভাপতি ওয়ালিউর রহমান রাজু। সভায় সর্বসম্মতিক্রমে ওয়ালিউর রহমান রাজুকে সভাপতি (দৈনিক যায় যায় দিন/দাবানল) ও আসাদুল ইসলাম সবুজকে সাধারণ সম্পাদক (দৈনিক ভোরের পাতা/বিজয়) এবং এম এ হান্নান কে সাংগঠনিক সম্পাদক (বজ্রশক্তি/জেটিভি) নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট ৩ বৎসর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, মাজেদুল ইসলাম সরকার সিনিয়র সহ-সভাপতি (চ্যানেল নাইন), জাহিদ হোসেন সিনিয়র সহ-সভাপতি (লালমনিরকণ্ঠ), রাইসুল ইসলাম সেনা সহ-সভাপতি (খোলা কাগজ/দৈনিক পরিবেশ), লাভলু শেখ সহ-সভাপতি (দৈনিক সংগ্রাম), বদিয়ার রহমান যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক মানববার্তা), এম.এ হাশেম যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক কুড়িগ্রাম খবর), আরিফুর রশিদ সহ-সাংগঠনিক সম্পাদক (সকালের খবর), সুমন ইসলাম বাবু অর্থ সম্পাদক (দৈনিক অর্জন/স্বাধীন বাংলা), এস.কে সাহেদ দপ্তর সম্পাদক (দৈনিক আজ ও আগামীকাল/চারিদিকে প্রতিদিন), সৈকত ইসলাম প্রচার সম্পাদক (ক্যামেরাপারসন বিটিভি), মাহফুজ সাজু সাহিত্য সম্পাদক (লালমনিরহাট বার্তা), আসাদুজ্জামান সাজু কার্যকরী সদস্য (দৈনিক মানবকণ্ঠ), মিজানুর রহমান মিলন, কার্যকরী সদস্য (একুশে কণ্ঠ/দৈনিক সাইফ), আশরাফুল হক কার্যকরী সদস্য (সাপ্তাহিক বিজয়), কার্যকরী সদস্য বাবু রায় (দৈনিক নিরপেক্ষ/আখিড়া) ও বাবলু মিয়া (দৈনিক বজ্রশক্তি)।