চট্টগ্রাম ব্যুরো:-
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার সহায় সম্পত্তি অবৈধভাবে দখল করার ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ বিকাল ৩টায়, জালালাবাদ লিংক রোড সংলগ্ন মহাসড়কের পাশে।
মানববন্ধনে বক্তারা বলেন—
একটি কুচক্রী ভূমিদস্যু চক্র, “ইয়াবা আজিজ” নামক কুখ্যাত অপরাধীকে নেতৃত্বে রেখে দীর্ঘদিন ধরে মাদ্রাসার সম্পত্তি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তারা শুধু ভূমি দখলেই সীমাবদ্ধ নেই; বরং শিক্ষক-কর্মচারীদের জীবননাশের হুমকি প্রদান, ছাত্র-ছাত্রীদের অপহরণের ভয় দেখানোসহ নানাভাবে মাদ্রাসার পরিবেশ অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যার বিরুদ্ধে ইতোমধ্যেই ৩০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে সেই ইয়াবা আজিজ প্রকাশ্যে মাদ্রাসার সম্পত্তি দখলের দুঃসাহস দেখাচ্ছে— যা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। তারা বলেন, এটি কেবল একটি প্রতিষ্ঠানের জমি দখল নয়; বরং ইসলামি শিক্ষার ওপর নগ্ন আঘাত ও জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র।
সভায় বক্তারা ইয়াবা আজিজসহ সংশ্লিষ্ট সকল দুষ্কৃতিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় দেশের সকল কওমি মাদ্রাসা ও আলেম সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ মোশতাক আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পত্রিকা দৈনিক ডেসটিনি’র ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক দেশজগতের সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মাওলানা শামছুল হক, মাওলানা হাফেজ মোহাম্মদ আলম,
মাওলানা হাফেজ ছলিম উল্লাহ, সহকারী পরিচালক, জালালাবাদ বড় মাদ্রাসা, মাওলানা নুর মোহাম্মদ আজিজি, প্রতিষ্ঠাতা পরিচালক, রহমানিয়া মাদ্রাসা, বায়েজিদ, চট্টগ্রাম
হাফেজ মাওলানা নুরুল আলম, সভাপতি, চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদ,
বিশিষ্ট সাংবাদিক কে.এম. আলী হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি (চট্টগ্রাম মহানগর),
মাওলানা আব্দুল্লাহ নোমানী, সিনিয়র শিক্ষক, নাজিরহাট বড় মাদ্রাসা,
এবং মাওলানা বেলাল আহমদ, হিসাব বিভাগীয় প্রধান, সেগুনবাগান তালীমুল কুরআন মাদ্রাসা, হাফেজ আজিজুল্লাহ কুতুবী, হিফজ বিভাগীয় প্রধান, সেগুনবাগান তালীমুল কুরআন মাদ্রাসা, খুলশী, চট্টগ্রাম,হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাজুন নূর তালীমুল কুরআন, হিলভিউ, পাচলাইশ, চট্টগ্রাম,মাওলানা মোহাম্মদ হোসাইন, মাওলানা হাফেজ ক্বারী ইলিয়াছ, ক্বারী সরওয়ার ফারুক, মাওলানা শামশুল হক প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশের সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল্লাহ হামিদি।
সভায় বক্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান—
“ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন; মাদ্রাসার জমি দখলকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিন।”