জিয়ানগরে পানি বন্দিদের মাঝে ত্রাণ বিতরণ

OLYMPUS DIGITAL CAMERAজিয়ানগরে পানি বন্দিদের মাঝে ত্রাণ বিতরণ

জিয়ানগর(পিরোজপুর)প্রতিনিধি: জিয়ানগরে অতিরিক্ত পানি হওয়ায় পানি বন্দিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। মঙ্গলবার দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় জেলা প্রশাসকের মাধ্যমে বরাদ্দকৃত চাউল বিতরণ করা হয়। পত্তাশী. বালিপাড়া সহ বিভিন্ন এলাকার হত দরিদ্র পানি বন্দিদের মাঝে চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৃধা মো. মোজাহিদুল ইসলাম, পি.আই.ও সফিকুল ইসলাম, উপজেলা মহিলা আ. লীগের সভা নেত্রী দিলরুবা মিলন, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রেস ক্লাবের সভাপতি এইচ. এম ফারুক হোসাইন, আও. লীগ নেতা রিপন শিকদার, মজিদ হালদার, মাসুদ প্রমুখ।

Comments (0)
Add Comment