শ্রদ্ধা জানানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।’
তিনি আরো বলেন, সরকার নিজেই অস্বস্তিতে আছে, তাদের নিজেদের তাগিদেই যেকোনো সময় নির্বাচন দেবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন বিএনপির সামনে বড় কাজ বলে মন্তব্য করেন মওদুদ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা তিনটায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
বাংলাদেশেরপত্র/এডি/আর