জেনেভায় কিলার রোবট সম্মেলন

imagesআন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধের সময় রোবট ব্যবহার করে শত্র“কে ঘায়েল করার ধারণাটি কতখানি আইনসিদ্ধ আর কতখানি নৈতিক তা নিয়ে সুইটজারল্যান্ডের জেনেভা শহরে চলছে এক আন্তর্জাতিক সম্মেলন। মানবাধিকার সংস্থা, অস্ত্র বিশেষজ্ঞ এবং জাতিসংঘের বেশ ক’টি সদস্য দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। যুদ্ধক্ষেত্রে কিলার রোবট নামে পরিচিত এই স্বয়ংক্রিয় অস্ত্র এককভাবে সিদ্ধান্ত নিতে পারে যেকোনো শত্র“কে সে হত্যা করবে কি না। তবে কিলার রোবট পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত এগুলো কোনো লড়াইতে সেগুলো ব্যবহার করা হয়নি। কিন্তু এই ধরনের অস্ত্রকে ঘিরে যেসব প্রশ্ন উঠছে তা হলো: লড়াইয়ের সময় মানুষের সাহায্য ছাড়াই এই অস্ত্র কিভাবে সিদ্ধান্ত নেবে যে কাউকে হত্যা করা হবে কি না? কিভাবে এই কিলার রোবট সিদ্ধান্ত নেবে কোন্টি সামরিক এবং কোন্টি বেসামরিক লক্ষ্য? ব্যাপক হত্যাযজ্ঞ বা গণহত্যার মত কোন ঘটনা যদি কিলার রোবটের হাতে ঘটে তাহলে তার দায়দায়িত্ব কে নেবে? কে সাজা পাবে? মানবাধিকার সংস্থাগুলো বলছে, ২০ বছর আগে দৃষ্টি বিনষ্ট করতে সক্ষম লেজার অস্ত্র যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল, এই কিলার রোবটও তেমনিভাবে এখনই নিষিদ্ধ করা উচিত। তবে কোনো কোনো দেশ মনে করছে, মানুষের কার্যকর নিয়ন্ত্রণ বজায় রেখে সীমিত পর্যায়ে এই অস্ত্র ব্যবহারে অনুমতি দেয়া উচিত। তবে ‘কার্যকর নিয়ন্ত্রণ’-এর সংজ্ঞা কী হবে, তা নিয়ে সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে মতভেদ রয়েছে।

Comments (0)
Add Comment