জোট থেকে সরে এল ইনসাফ পার্টি

স্টাফ রিপোর্টার:
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ এনে জোট থেকে সরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনসাফ পার্টি। গত কাল বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জোট ত্যাগের এই ঘোষণা দেন দলটির চেয়ারম্যান শহিদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খালেদা জিয়া ২০ দলীয় জোট থেকে নিলুকে বহিষ্কার করেছিলেন। এরপর আওয়ামী লীগ ও বিএনপির বাইরে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এনডিএফ গঠন করা হলে এতে শরিক দল হিসেবে আমরা যোগ দেই। তিনি বলেন, পরবর্তীতে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আক্রোশমূলক বক্তব্য দিতে থাকেন তিনি (নিলু)। অপরদিকে, আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে রাজনীতি করার চেষ্টা চালাতে থাকেন। তিনি আরও বলেন, ১০ দলীয় জোটকে মূল্যায়ন না করে চেয়ারম্যান শওকত হোসেন নিলু নিজের মতামত বাস্তবায়নের চেষ্টা করেন। সভা, সেমিনার ও জনসভার আগে ও পরে আয়-ব্যয় তহবিল সম্পর্কে কোনো প্রতিবেদন তিনি উপস্থাপন করেননি। জোটের নামে কোনো ব্যাংক হিসাবও খোলেননি। সংবাদ সম্মেলনে ইনসাফ পার্টির মহাসচিব মিজানুর রহমান খান, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment