জয়পুরহাটের কালাইয়ে শিক্ষকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জয়পুরহাট সংবাদদাতা: 
জয়পুরহাটের কালাই উপজেলার শাইলগুণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্যাতিতা সহকারী শিক্ষিকা নাজনীন আক্তারের সাময়িক বরখাস্ত প্রত্যাহার এবং ঘুষখোর শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীর অপসারণের দাবীতে জয়পুরহাট জেলা ও কালাই উপজেলার সাধারণ শিক্ষকরা সোমবার পৌর শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসক, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বরাবরে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছেন।

অভিযোগকারী সহকারী শিক্ষিকা নাজনীন আক্তার জানান , উপজেলার শাইলগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন আক্তার গত ৯ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান অফিস সহকারী শ্যামলচন্দ্র সরকারের নিকটে উপস্থিত হয়ে বাৎসরিক শান্তি-বিনোদনের অর্থ বরাদ্দের তালিকায় তার নাম অন্তর্ভূক্তি করা হয়েছে কিনা, এ বিষয়ে জানতে চান। জবাবে শ্যামলচন্দ্র ওই শিক্ষিকার কাছ থেকে শান্তি-বিনোদনের অর্থ বরাদ্দের তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্যে শিক্ষা অফিসারের জন্যে পাঁচশ এবং অফিস খরচের জন্যে আরও পাঁচশসহ মোট এক হাজার টাকা ঘুষ দাবী করেন। ওই শিক্ষিকা দাবীকৃত টাকা দিতে রাজি না হলে শ্যামলচন্দ্র তাকে আপত্তিকর প্রস্তাব দেয়। এতে উভয়ের মধ্যে বাক-বিত-ার সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্যামলচন্দ্র ওই শিক্ষিকাকে অশালীন ভাষায় গালমন্দ করে তার শ্লীলতাহানীর চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ওই শিক্ষিকা শিক্ষা অফিসার জহুরুল ইসলামকে মুঠোফোনে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই অফিসেরই পিয়ন রাজন উচ্চমান অফিস সহকারী শ্যামলের পক্ষ নিয়ে দুজনেই শিক্ষিকা নাজনীনকে গাল-মন্দ করতে থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এক পর্যায়ে শিক্ষিকা নাজনিন ঘুষখোর ওই দুই কর্মচারীকে অফিস কক্ষেই নিজ পায়ের জুতা দিয়ে পেটান। এ ঘটনায় ঘুষখোর ওই শিক্ষা কর্মকর্তা নির্যাতিত শিক্ষিকার অভিযোগ আমলে না নিয়ে এবং কোন তদন্ত না করে উল্টো তড়িঘড়ি করে শিক্ষিকা নাজনীনকে চাকুরিচ্যুত করার জন্যে হুমকি ও ভয়ভীতি প্রদানপূর্বক ১০ জুন শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করে ৭ দিনের মধ্যে জবাব দিতে বললেও ওই সময় শেষ না হতেই ফের গত ১১ জুন ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে নির্যাতিতা সহকারী শিক্ষিকা নাজনীন আক্তারের সাময়িক বরখাস্ত প্রত্যাহার এবং ঘুষখোর শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীর অপসারণের দাবীতে জয়পুরহাট জেলা ও কালাই উপজেলার সাধারণ শিক্ষকরা সোমবার কালাই পৌর শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তৃতা করেন জয়পুরহাট জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মাহবুুর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট সদর উপজেলা কমিটির সভাপতি হাবিবুর ইসলাম, আক্কেলপুর উপজেলা কমিটির সভাপতি সমির কুমার বসাকসহ কালাই উপজেলার সহকারী শিক্ষক আব্দুল মজিদ, আমিনুল ইসলাম, খায়রুল, সামিউল, এনামূল প্রমুখ। সমাবেশে বক্তারা তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সমাবেশ শেষে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বরাবরে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছে।

এ ব্যাপারে কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করলেও কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। জেলা প্রাথমিক শিক্ষা শিক্ষা কর্মকর্তা বেগম বদরুজ্জেহা জানান, ঘটনাটি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে

Comments (0)
Add Comment