জয়পুরহাটে মাদকসহ কোটি টাকার পণ্য উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি:  জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে নেশাজাতীয় ট্যাবলেটসহ কোটি টাকার পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, অভিযান চালিয়ে এক লাখ প্রাকটিন ট্যাবলেট, এক লাখ ডেক্সিন ট্যাবলেট, ১২৬২ জোড়া ইমিটেশন চুড়ি, ১৬০ বোতল ফেনসিডিল, ৪ বোতল মদ, ১১০১টি শাড়ি ও জিরা ৬৮ কেজি আটক করতে সক্ষম হয়। এগুলোর মূল্য ৯৩ লাখ ৯৮ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটাপাড়া বিওপি’র হাবিলদার  সোহেল রানার নেতৃত্বে একটি টহলদল সোনাপুর এলাকায় মঙ্গলবার ভোরে  অভিযান চালায় এ সময় চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যায়। অন্যদিকে  পাগলাদেওয়ান বিওপির জেসিও নাঃ সুবেদার ইব্রাহিম হোসেন এর নেতৃত্বে একটি টহল দল রাত সাড়ে তিনটায় পাঁচবিবি সৈয়দ আলীর মোড় পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় ১১০১টি শাড়ি সহ একটি পিকআপ ভ্যান এবং আসিকুর (১৮) নামে এক চোরাচালানীকে আটক করে বিজিবি।
Comments (0)
Add Comment