থানা সুত্রে জানা গেছে, উপজেলার আওলাই ইউনিয়নের ভূতগাড়ী এলাকায় আনুমানিক রাত তিনটায় একদল ডাকাত অস্ত্রসহ সজ্জিত হয়ে ডাকাতির চেষ্টাকালে টহলরত জয়পুরহাট ডিবির ওসি মাহফুজ রহমান ও তার সঙ্গীয় দল সাদা কালারের ১টি মাইক্রো ডাকাত দল গতিরোধ করে, এসময় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল, এসআই জিল্লুর রহমান, এসআই করিম, এএসআই কুদ্দুসসহ সঙ্গীয় ফোর্সের একটি গাড়ী বিপরীত থেকে টহলরত অবস্থায় ঘটনাস্থলে পৌছলে। ডিবি পুলিশ ও পাঁচবিবির থানা পুলিশ এবং ডাকাতের বন্দুক যুদ্ধের সময় ২ ডাকাত ঘটনাস্থলে নিহত হয় ঘটনাস্থল থেকে ১টি এক নলা বন্দুক ও একটি বিদেশী পিস্তলসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন জয়পুরহাট জেলার পুরানাপৈল গ্রামের মৃত-মকবুল হোসেনের ছেলে বাবু (৫৫) ও দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার জগন্নাতপুরের মৃত-রইচ উদ্দিনে ছেলে আব্দুস সালাম (৫০) নিহত হয় এবং ২ ডাকাত গুলিতে আহত হন এরা হলেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বলিরামপুর গ্রামের শ্রী নগেন চন্দ্রের ছেলে শ্রী রমেশ (৪০) ও নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কাষ্ঠগাড়ী গ্রামের মৃত-জরিব সরকারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৬)। আহতরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎধীন অবস্থায় রয়েছে। উল্লেখিত গত ১৫ এপ্রিল রাতে বাগজানায় ১টি বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি করে এবং লুট করে নিয়ে যাওয়ার অস্ত্রটি এই ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বলে থানা পুলিশ জানায়।