আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল টিম।
জয়পুরহাট র্যাব ক্যাম্প দীর্ঘদিন যাবৎ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে ২৩ মার্চ শনিবার বিকাল ৩.৪০ মিনিটে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন দক্ষিণ খন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিল মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম শরিফ কে হাতেনাতে গ্রেফতার করেন।
জয়পুরহাট র্যাব সূত্রে জানা গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী ধামইরহাট থানার দক্ষিণ খন্ডা এলাকার মৃত মজিবর রহমানের পুত্র মোঃ শরিফুল ইসলাম শরিফ (৪০) দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল পাশর্^বর্তী দেশ হইতে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে এবং উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।