জয়পুরহাট বিএনপির সভাপতি কারাগারে

জয়পুরহাট : জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বোমা হামলা মামলায় জামিনের জন্য সোমবার দুপুরে জয়পুরহাট নিম্ন আদালতে হাজির হলে ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

জেলা শহরের জিরো পয়েন্টে ২২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সমাবেশে ককটেল হামলা মামলার প্রধান আসামি ছিলেন মোজাহার আলী। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

আদালতে হাজির হওয়ার আগে মোজাহার আলী প্রধান জানান, সুষ্ঠু ধারার রাজনীতি করার জন্যই তিনি আসামি হয়েছেন। আর সুবিচার পাওয়ার জন্যই তিনি নিম্ন আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিন আবেদন করছেন।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানান, বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতি করে। বিএনপি কোনো সন্ত্রাসের রাজনীতি করে না। বোমা হামলায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। জেলা বিএনপির সভাপতিকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে। উচ্চ আদালতে তার জামিনের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments (0)
Add Comment