জয়িতা অন্বেষনে বাংলাদেশর সর্বশ্রেষ্ঠ জয়িতা নারী নরসিংদীর ফাহিমা খানম

রেজাউল করীম,নরসিংদী: নরসিংদীতে অসামান্য উন্নয়ন অবদানের স্বীকৃতি স্বরুপ এমডিএস’র নির্বাহী পরিচালক ফাহিমা খানমসহ ৫ নারীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ সপ্তাহ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাকাব্বির হোসেন নির্বাচিত ৫ জন নারীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন । “জয়িতা অন্বেষণ বাংলাদেশ” শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সর্বশ্রেষ্ট জয়িতা নারীর সম্মানে ভূষিত করেন মাদারস ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস)’ র নির্বাাহী পরিচালক সাংবাদিক ফাহিমা খানমকে। ১০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় নরসিংদী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত “জয়িতা অন্বেষণ বাংলাদেশ” শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে। অপরদিকে হাজীপুর ইউনিয়নের গ্রাম পুলিশ লাইলী বেগমকে নির্যাতনের বিভিষিকা মুচনে, চিনিশপুর ইউপি সদস্য ফরিনা বেগমকে অর্থনৈতিক উদ্যেগে নেয়ায়, ব্র্যাক’র উপকারভোগী সদস্য নাজমা বেগমকে ভাল মাতা হিসেবে এবং এড. শাহনাজ বেগমকে শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সরকারি পর্যায়ে সম্মাননার স্বীকৃতি হিসেবে তাদের প্রত্যেককে ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. উম্মে সালমা মায়া, জেলা তথ্য অফিসার, নরসিংদী পল­ী বিদ্যুৎ এর ডিজিএম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার, সদর উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment