শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুদনই গ্রামে বন্যহাতির হামলায় আলহাজ্ব মোঃ উছমান আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছে তার ছেলে নিয়ামত আলী। আজ ২২ জুন বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বন্যহাতির আতংক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গারো পাহাড়ের জঙ্গল থেকে ২০/২৫ টির একদল বন্যহাতি দুদনই গ্রামে প্রবেশ করে আলহাজ্ব মো. উছমান আলীর বাড়িতে হামলা করে। এ সময় ওই বৃদ্ধ হাতির হামলায় ঘটনাস্থলেই মারা যায়। তার ছেলে নিয়ামত আলী তার বাবাকে রক্ষা করতে গিয়ে হাতির কবলে পড়ে গুরুতর আহত হয়। পরে গ্রামবাসীদের ডাক চিৎকারে হাতির দল ঘটনাস্থল ত্যাগ করে। আহত নিয়ামত আলীকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।