মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম (২৮) নামের এক যুবক নিহত ও ৪ ব্যক্তি আহত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের শিবনগর গুলসান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম যশোর জেলার চৌগাছা উপজেলার বাগডাঙ্গা গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১১ টার দিকে বালিয়াডাঙ্গা থেকে একটি সিএনজি কালীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে গুলসান মোড়ে পৌছালে অপরদিক থেকে আসা একটি আলমসাধুকে সাইড দিয়ে গিয়ে সিএসজিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে মিনি (৪০), ঋতু (২০), সাত্তার (৫৫) ইকবাল (২০) আমিনুল ইসলাম (২৮) আহত হয়।
আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনিমুল মারা যান। কালীগঞ্জ থানা এসআই শুকুমার কুন্ডু জানান, দুর্ঘটনায় একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের আশংকাজনক হওয়ায় তাদের যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।