ঝিনাইদহের দুই গরু ব্যবসায়ী ট্রেনে কেটে মৃত্যু পরিবারে শোকের মাতম

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দুই গরু ব্যবসায়ীর ট্রেনে কেটে মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ভোরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার যমুনা ব্রীজের পুর্বপাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের উম্বাদ আলী মেম্বরের ছেলে হাবিবুর রহমান পান্টু (৩০) ও একই উপজেলার সড়াতলা গ্রামের চাঁদ আলীর ছেলে তৌহিদুর রহমান সেন্টু (৩৫)। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে হাবিবুর রহমান পান্টুর লাশ কুলবাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত অপর ব্যক্তি তৌহিদুর রহমান সেন্টুর লাশ এখনো বাড়িতে পৌছায়নি। নিহত হাবিবুর রহমান পান্টুর চাচা কুলবাড়িয়া গ্রামের এড. খোদা বকস জানান, শনিবার রাতে পান্টু ও সেন্টু ট্রাক ভর্তি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রোববার ভোরে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার যমুনা ব্রীজের পুর্ব দিকে ট্রাকটি পৌছালে কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে। এ সময় তারা ট্রেন লাইনের ধারে ট্রাক থামিয়ে গরু নামিয়ে আবার ট্রাকে ওঠাতে থাকে। এড. খোদা বকস এর ভাষ্যমতে রোববার ভোর চারটার দিকে একটি দ্রুতগামী ট্রেনে কেটে ঘটনাস্থলে এ সময় তার ভাতিজা হাবিবুর রহমান পান্টু নিহত ও তৌহিদুর রহমান সেন্টু গুরুতর আহত হন। আহত সেন্টুকে নিকটস্থ কালিহগাহি হাসপাতলে ভর্তি করা হলে রোববার সকাল ১০টার দিকে মৃত্যু বরণ করেন। হরিণাকুন্ডুর এই দুই গরু ব্যবসায়ীর মৃত্যুর খবর তার পরিবারের সদস্যরা জানতে পেরে কান্নায় ভেঙ্গে পড়েন। রোববার দুপুরে নিহতদের মধ্যে পান্টুর লাশ বাড়িতে এসে পৌছালে কুলবাড়িয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ডিউটি অফিসার আব্দুর রব জানান, বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। নিহতদের একজনকে দাফন করা হয়েছে। অন্য জনের লাশ পথে আছে বলে আমরা গ্রামবাসির কাছ থেকে অবগত হয়েছি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment