ঝিনাইদহের শৈলকুপায় অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান ২০০৪-১৫ শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে শৈলকুপা সরকারী খাদ্য গুদামে উদ্বোধণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমূল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রাজু। অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানটি পরিচালনা করেন শৈলকুপা সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম,এম, ইকবাল হোসেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া ও অগ্রনী ব্যাংকের প্রতিনিধিসহ বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।