ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত-১০

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে মহিলা সহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে। সদর হাসপাতালে ভর্তিকৃতরা হল, মনির উদ্দিন মন্ডল, মারুফ, মামুন, আব্দুল হান্নান, জাহানারা বেগম।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, জেলার সদর উপজেলার কালা গ্রামে রমজান মন্ডল ও মনির উদ্দিন মন্ডলের পৈত্রিক প্রায় ৭ বিঘা জমিতে গোরস্থান রয়েছে। এই জমিতে বিভিন্ন ধরনের গাছ, ফলদ বৃক্ষ রয়েছে। মেজো ভাই রমজান মন্ডল দর্ঘীদিন ধরে তা ভোগদখল করে আসছিল। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওই জমিতে নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে যায় ছোট ভাই মনির উদ্দিন মন্ডল।
এসময় রমজান মন্ডল পরিবারের লোকজন নিয়ে তার উপর হামলা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের মহিলা সহ অন্তত ১০ জন আহত হয়।  তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

Comments (0)
Add Comment